গাজিপুরের কালিয়াকৈর শরতেই শীতের আগমনী বার্তা দেখা মিলছে কুয়াশার
শাকিল হোসেন কালিয়াকৈর প্রতিনিধিঃ
আজ ১৫অক্টোবর শরৎকাল এখনো শেষ হয়নি। এ সময় শেষ রাতে হিম হিম ভাব থাকলেও রীতিমতো কুয়াশার দেখা মিলছে।কালিয়াকৈর এলাকার স্থানীয়রা বলছেন, অক্টোবরের মাঝামাঝি থেকেই শীত অনুভূত হচ্ছে। মধ্যরাত ও ভোরের দিকে ঠান্ডা লাগলেও বেলা বাড়লে তাপমাত্রা বৃদ্ধি পায়।
আজ ১৫ অক্টোবর সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রাতভর বৃষ্টির মতো টিপ টিপ করে ঝরতে থাকা কুয়াশায় ভিজে গেছে পিচঢালা পথগুলো। গাছের পাতা, সবুজ ধানের খেত আর ঘাসের ওপর থেকে ঝরছে শিশিরবিন্দু। ঘন কুয়াশার কারণে সকাল সাড়ে ৮টা পর্যন্ত সড়কের যানবাহনগুলো চলেছে হেডলাইট জ্বালিয়ে।
কালিয়াকৈর উপজেলার চান্দাবহ গ্রামে এলাকার জিল্লুর রহমান আমাদের বলেন, এবার একটু আগেভাগেই শীতের দেখা পাওয়া যাচ্ছে।
সিয়াম নামে আরেকজন বলেন, মধ্যরাতে ও ভোরের দিকে ঘন কুয়াশার দেখা মিলছে। এই আবহাওয়ায় সকালে হাঁটাহাঁটি করতে বেশ ভালো লাগে। ধানের শিষে শিশির মিলছে। দেখা মিলছে কুয়াশাও। আবহাওয়া অধিদপ্তর শীতের আগাম কোনো খবর যানায় নি।