মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী বায়তুল হিকমাহ ক্যাডেট মাদ্রাসা ও হিফজখানায় অভিভাবক সমাবেশ, ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর), বেলা ১১ টার দিকে উক্ত মাদ্রাসা প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বায়তুল হিকমাহ ক্যাডেট মাদ্রাসা ও হিফজখানা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও জমিদাতা রবিউল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বায়তুল হিকমাহ ক্যাডেট মাদ্রাসা ও হিফজখানার পরিচালক যথাক্রমে চিৎলা মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আবু সালেহ, লুৎফুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা নাজমুস সালেহীন ও হাড়িয়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মকবুল হোসেন, গাংনী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ খোরশেদ আলী, সহকারী অধ্যক্ষ মহিবুর রহমান, গাংনী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল জলিল, লুৎফুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেন, রেবেকা খাতুন, হাড়িয়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিদুল ইসলাম, ধর্মচাকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সেলিম রেজা, র্যাব-১২ এর গাংনী ক্যাম্পের সহকারী পরিচালক হারুন অর রশিদ, মানবাধিকার কর্মী সাদ আহাম্মদ ও গাংনী রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাজিদ আল মামুন।অনুষ্ঠানে উদ্বোধক হিসবে উপস্থিত ছিলেন বায়তুল হিকমাহ ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ সাফিউল্লাহ ফেরদৌস।
এসময় অন্যান্যের মধ্যে হজরত আলী, মন্টু ও আবু তাহেরসহ অত্র মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে পরিচিতি পর্ব এবং যথারীতি বাংলা, আরবি ও ইংরেজিতে বক্তব্য, হামদ, নাথসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ফলাফল ও বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ী শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।