মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি:
গণঅভ্যুত্থানের বিশ্বাসের সাথে বেঈমানি করলে কাউকেই ছাড়া দেয়া হবে না। এমনকি ড. ইউনুসও যদি হয় তাকেও ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
তিনি আজ দুপুরে রাজশাহীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নিহত পরিবারের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
এসময় সারজিস আলম আরো বলেন, শেখ মুজিবের হত্যার বিচারের জন্য কবর থেকে লাশ উত্তোলনের প্রয়োজন না হলে, জুলাই-আগস্টের শহীদদের লাশ কেন তুলতে হবে? আর কোন শহীদের লাশ কবর থেকে উত্তোলন করতে দেয়া হবে না।
অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর রহমান, মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতারসহ প্রশাসনের ঊদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নেতৃবৃন্দ আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং খোঁজ খবর নেন। অনুষ্ঠান শেষে প্রতিটি পরিবারকে ৫ লাখ টাকা সহায়তা প্রদান করা হয়। গণঅভ্যুত্থানে রাজশাহী বিভাগে নিহত ৪৬ পরিবারের মাঝে চেক বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাসুদ করিম, সহ-সম্পাদকঃ বিশ্বজিত কুমার দাস
বার্তা সম্পাদকঃ হোসেন মোহাম্মদ ফারুক
E-mail: dainiksambadpatradigital@gmail.com