ফলে অল্প কিছু দিনের মধ্যে তাদের উৎপাদিত সবজি বাজারে চলে যাবে এবং শীতকালীন সবজি বিক্রি করে অধিক লাভবান হওয়ার আশা করছেন তারা।
টাঙ্গাইল জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, প্রতিবছর টাঙ্গাইল জেলায় উৎপাদিত সবজি জেলার চাহিদা পূরণ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার চাহিদা পূরণ করে থাকে।
জানা যায়, টাঙ্গাইল জেলায় সব ধরনের শীতকালীন সবজি আবাদ হয়ে থাকে। ধলেশ্বরী, লৌহজং ও যমুনা নদী বিধৌত এই জেলার ভূমি বিন্যাস উর্বর হাওয়ায় বিশেষ করে জেলার চরাঞ্চল ও সমতল উপজেলায় প্রচুর শীত কালীন শাক-সবজি আবাদ হয়ে থাকে।
এ ছাড়াও টাঙ্গাইল জেলার পাহাড়ি ৩টি উপজেলায় প্রচুর পরিমাণে শীতের সবজি আবাদ হয়ে থাকে।
টাঙ্গাইল জেলা কৃষি বিভাগ সূত্রে, এ বছর জেলার ১১ হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এর বিরূপ প্রভাব পড়ে জেলার বাজারগুলোতে। হঠাৎ বাজারে বিভিন্ন ধরনের সবজির দাম বেড়ে যায়। বর্ষা মৌসুম কেটে যাওয়ায় কৃষকরা ক্ষতি পুষিয়ে নিতে শুরু করেছেন শীতকালীন সবজি আবাদ।
সরেজমিন, টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলায় আবাদ করা সবজির মধ্যে রয়েছে- ফুলকপি, পাতাকপি, মুলা, টমেটো, শিম, লাউ, পালংশাক, ঢেরস, শালগম, বটবটি, গাজর ও লালশাকসহ হরেক রকমের সবজি।
এ বিষয়ে টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের রহিম মিয়া জানান, অন্য ফসলের চেয়ে আমাদের এলাকায় প্রতি বছরই বাড়ছে শীতকালীন সবজি আবাদে জমির পরিমাণ।