কেশরহাটে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
কেশরহাটে শিক্ষানবিশ ও তরুণ উদ্যোক্তা নির্বাচনের লক্ষ্যে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকালে কেশরহাট ডিগ্রি কলেজ মাঠে ‘শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা’র বাস্তবায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর কারিগরি ও আর্থিক সহায়তায় এ কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ‘শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক মহসিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা সুলতানা, কেশরহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন এবং ‘শতফুল বাংলাদেশ’ এর নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন মোল্লাসহ আরো অনেকে।