শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ
গাজীপুরে কালিয়াকৈর উপজেলা চন্দ্রা ডাইনকিনি এলাকায় অভিনব কায়দায় রক্ষিত ১০ হাজার ৫০ পিস ইয়াবাসহ মাদক সিন্ডিকেটের মূলহোতা ওয়াহিদুল (৩৫) কে গ্রেফতার করেছে র্যাব ১। এসময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে গাজীপুর র্যাব ক্যাম্পের একটি অভিযানিক দল জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার ডাইনকিনি মাইওয়ান মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি বাসা থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে চন্দ্রা এলাকায় অভিনব কায়দায় মাদক সংরক্ষণ ও বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। মঙ্গলবার দুপুরে র্যাবের কাছে খবর আসে বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য নিজ বাসায় সংরক্ষণ করে ওই মাদক ব্যবসায়ী৷ পরে র্যাবের অভিযানিক দল ওই এলাকায় একটি বাসা বাড়িতে অভিযান চালিয়ে মাদক সিন্ডিকেটের মূলহোতা ওয়াহিদুলকে আটক করে। পরে তার দেয়া তথ্যে একটি কক্ষে তল্লাশি চালিয়ে ১০ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করে র্যাব।
র্যাব-১ গাজীপুর, পোড়াবাড়ি ক্যাম্পের কমান্ডার মেজর জুন্নুরাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে র্যাব তৎপর রয়েছে।