কালিয়াকৈর থানা কর্তৃক ৪৮ কেজি গাঁজাসহ আটক ২
শাকিল হোসেন, কালিয়াকৈর প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলায় ২জন মাদক ব্যবসায়ীকে ৪৮ কেজি গাজাসহ আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে এলাকাবাসী। আটকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার বহেড়াতলী গ্রামের নজরুল ইসলামের ছেলে রবিন হোসেন (২২)। একই জেলার ইসমাইল হোসেনের ছেলে মানিক মিয়া (৩০)। সোমবার রাতে উপজেলার বোয়ালী ইউনিয়নের সোনাতলা গ্রামে ঘটনাটি ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রুবেল ও নজরুল দুই মাদক ব্যবসায়ী রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে পিকআপে করে নিয়ে যাচ্ছিল গাজীপুর টঙ্গী ও কালিয়াকৈরের উদ্দেশ্য ছেড়ে আসে পিকআপ ভ্যান।
সোমবার রাত ৮:০০ দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় কফিল উদ্দিন এর বাড়িতে গাজা দিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আলালউদ্দিনের নেতৃত্বে ও এলাকাবাসীকে নিয়ে এই ২ ব্যবসায়ীকে আটক করে। ওই গ্রামের এলাকাবাসী ও ইউপি সদস্য পুলিশকে খবর দেয়।
মাদক ব্যবসায়ী স্বীকারোক্তিতে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া থেকে গাজীপুরের বিভিন্ন জায়গায় মাদক মাদক বিক্রি করে আসছিল তারা প্রতিনিয়ত এই রুট ব্যবহার করে আসছে।
এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেনও ১টি পিকআপ ভ্যান আটক করেন।
মধ্যপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সাবেক ইউপি সদস্য আলাল উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে গ্রামবাসী ওই এলাকায় মাদক সেবন মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছিল।
এলাকার আরো মুরুব্বীরা জানান,এই মাদক নির্মূল করতে হবে সবাইকে রুখে দাঁড়াতে হবে।মাদকের বিরুদ্ধে লড়াই করতে হবে,
যেন কেউ মাদক বিক্রি না করতে পারে। সবাই একসাথে বলতে হবর মাদককে না বলতে হবে।