শাকিল হোসেন কালিয়াকৈর গাজীপুর প্রতিনিধিঃ
আজ ১০ জানুয়ারি ২০২৫ সকাল দশটা থেকে কালিয়াকৈর বাজারে ঘোষণাপত্র সম্বলিত লিফলেট বিতরণ করল কালিয়াকৈর উপজেলা জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ও ছাত্রবৃন্দ।
এ সময় জাতীয় নাগরিক কমিটি এর পক্ষ থেকে ঘোষণাপত্র সম্বলিত লিফলেট বিতরণ করেন ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পক্ষ থেকে ছাত্র ছাত্রীরা ঘোষণাপত্র সম্বলিত লিফলেট বিতরনে অংশ নেন।
লিফলেট বিতরণের সময় বাজারে ঘুরে ঘুরে বিভিন্ন দোকান এবং পথচারীর কাছ থেকে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য ঘোষণাপত্রের বিষয়বস্তু আলোচনা করা হয় এবং তাদের মতামত নেয়া হয়।
সর্বাপরি জনসাধারণের মতামতের বিষয়বস্তু ছিল ফ্যাসিবাদী সরকার, অবশেষে পতন হয়েছে। নতুন করে আর কোন ফ্যাসিবাদি সরকার তারা চায় না। তারা বৈষম্যহীন একটা সরকার চায়। তাদের দাবি একটা সুশিক্ষিত ও বৈষম্যহীন সরকার দেশ পরিচালনা করুক এবং বয়সের বাড়ে নেতিয়ে পড়া ব্যক্তি রাজনীতি থেকে অবসরে যাক ।
সর্বাপরি, যদি বাংলাদেশে নতুন করে বৈষম্যহীন কোন রাজনৈতিক দল আসে তবে সাধারণ জনগণ ভোট দিয়ে সরকার গঠনে সর্বোচ্চ সহযোগিতা করবে বলে জানাই এক মুদি দোকানদার ।