কালিয়াকৈর উপজেলা চন্দ্রা ত্রি -মোড়ে চলন্ত তুলার ট্রাকে আগুন
শাকিল হোসেন কালিয়াকৈর প্রতিনিধিঃ
গাজীপুর কালিয়াকৈর উপজেলা চন্দ্রা ত্রি- মোড়ে হতে বরিয়াবহ রুটে যাওয়ার সময় হঠাৎ একটি তুলার চলন্ত ট্রাকে আগুন লাগে।
আজ ৪ নভেম্বর সোমবার বিকাল ৪:৩৫ঘটিকায় চন্দ্রা হতে বরিয়াবহ রুটে যাওয়ার সময় চলন্ত তুলার ট্রাকে আগুন লাগে। আশেপাশে পথচারীরা ট্রাকে ড্রাইভারকে উল্লেখ করে ঘটনাটি তাকে নিশ্চিত করে।
গাড়ির ড্রাইভার, মোঃ রিপন হোসেন জানান, তোলার ট্রাকে আগুনের সূত্রপাত হয় বৈদ্যুতিক ক্যাবল থেকে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।কালিয়াকৈর ফায়ার সার্ভিস দীর্ঘ ২ঘন্টা কাজ করে নিয়ন্ত্রণে আনেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাসুদ করিম, সহ-সম্পাদকঃ বিশ্বজিত কুমার দাস
বার্তা সম্পাদকঃ হোসেন মোহাম্মদ ফারুক
E-mail: dainiksambadpatradigital@gmail.com