ইউসুব আলী, রাজশাহী কলেজ প্রতিনিধি: ২৯ অক্টোবর ২০২৪
রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী বলেছেন, একটা শিশুকে উদ্ভাসিত করতে পারে জ্ঞানের আলো। এই জ্ঞানের আলো যার মাঝে থাকবে তার সামনে পথ চলতে এবং সমাজকে বিবেচনা করতে অনেক খানি সহায়ক হবে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকালে রাজশাহী নগরীর ভদ্রা রেলওয়ে মাঠে সামাজিক স্কুল এর ৮ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কলেজ অধ্যক্ষ বলেন, শিক্ষার আলো এমন এক শক্তি, যা একটি শিশুর জীবনকে আলোকিত করে সঠিক পথে চলার দিশা দেখায়। যার মধ্যে এই জ্ঞানের আলো জ্বলে ওঠে, সে সমাজের প্রতি দায়িত্বশীল হয়ে ওঠে এবং নিজের ও সমাজের উন্নতির জন্য কাজ করতে সক্ষম হয়।
তিনি বলেন, আজও অনেক শিশু শ্রমের কষ্ট ও মালিকের নির্যাতনের শিকার হয়ে অকালে প্রাণ হারায়। এর প্রধান কারণ অভিভাবকদের অসচেতনতা, আর্থিক অক্ষমতা, সামাজিক ন্যায়বিচারের অভাব, এবং ধনী সমাজের সাহায্যের হাত গুটিয়ে রাখা। যদি এই শিশুদের জীবনমুখী ও কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করা যায়, তবে একদিন তারা জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজে উপাধাক্ষ প্রফেসর ড. মোহাঃ ইব্রাহিম আলী, সামাজিক স্কুলে প্রতিষ্ঠাতাকালীন উপদেষ্টা প্রফেসর ড. নাজনীন সুলতানা, সামাজিক স্কুলের আহবায়ক কমিটির সদস্য আবু জোহা মোঃ জাষ্টিসুল হায়দার, সমাজবিজ্ঞান বিভাগের সাবেক সহকারী অধ্যাপক, সৈয়দা জান্নাতুন সায়মা, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রোজিনা আফরোজ, প্রভাষক মোঃ সাদিকুল ইসলাম ও মোঃ রোমান হাসান।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও ৫৫ জন শিশুকে ব্যাগ বিতরণ করা হয়।
উল্লেখ্য, ‘সামাজিক স্কুল’ রাজশাহী কলেজের সমাজবিজ্ঞান বিভাগ কর্তৃক সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচালিত স্কুল। রাজশাহীর রেলওয়ে পাড় বস্তির প্রায় শতাধিক শিশুদের শিক্ষা প্রদান ও পাশাপাশি সামাজিক - নৈতিক বিভিন্ন বিষয়ে সাধারণ আচার আচরণ শেখানোর উদ্দেশ্যে ২০১৬ সালের ২৫ অক্টোবর এই স্কুলটি যাত্রা শুরু করে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাসুদ করিম, সহ-সম্পাদকঃ বিশ্বজিত কুমার দাস
বার্তা সম্পাদকঃ হোসেন মোহাম্মদ ফারুক
E-mail: dainiksambadpatradigital@gmail.com