উৎসব আসন্ন ধর্মীয় সম্প্রীতি দুর্গাপুজার উপলক্ষে সতর্কাবস্থায় দিলেন ভাঙ্গায় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী
মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার প্রতিটি দুর্গাপুজার পুলিশের উদ্যোগে প্রতিটি ইউনিয়নের আসন্ন দুর্গাপুজার নিরাপত্তা নিয়ে ভাঙ্গা থানা পুলিশের যে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং সবাইকে মেনে চলতে হবে।এ ছাড়া পূজাতে যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে এবং কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
ভাঙ্গা অফিসার ইনচার্জ মোঃ মোকছেদুর রহমান বলেন,, আসছে ৯ অক্টোবর বুধবার আসন্ন উৎসব দুর্গাপুজার নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে ধর্মীয় সম্প্রীতি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা সংক্রান্ত উপজেলা সাম্প্রদায়িক সম্প্রীতির দূর্গাপূজা উপলক্ষে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা বা পরিস্থিতির সৃষ্টি হতে না পারে সেজন্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় আছে।এবং কোনো অগঠন যাতে না ঘটে সেই ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।এবং সনাতন ধর্মাবল্মবীগণ যাতে নির্বিঘ্ণে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন সেজন্য পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এ ব্যাপারে সার্বিকভাবে আমি সকল সম্প্রদায় ও শ্রেণীপেশার মানুষের সহযোগিতা কামনা করি।
তিনি আরো বলেন,ধর্মীয় নামাজের সময় মাইক সাউন্ড বক্স ইত্যাদি বন্ধ রাখতে হবে। এবং ধর্মী এই দুর্গাপুজার নিরাপত্তা থাকবে আইন-শৃঙ্খলা বাহিনী পুলিশ, ও সেনাবাহিনী ও গোয়েন্দা পুলিশ ও আনসার, গ্রামপুলিশ,সহ ২৪ ঘন্টা দুর্গাপুজার মন্ডপে নজরদারিতে পুলিশ থাকবে।এবং কিছু দুর্গাপুজার পূজা মন্ডপে সিসি ক্যামেরা আওতায় আইন-শৃঙ্খলা বাহিনী নজরদারিতে থাকবে। যেতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে।সনাতন ধর্মাবল্মবীগণ যাতে নির্বিঘ্ণে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন সেজন্য পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাসুদ করিম, সহ-সম্পাদকঃ বিশ্বজিত কুমার দাস
বার্তা সম্পাদকঃ হোসেন মোহাম্মদ ফারুক
E-mail: dainiksambadpatradigital@gmail.com