ডেক্স রিপোর্টঃ
সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বার শিরোপা জিতে দেশে ফিরেছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। আর দেশে ফিরেই এই দলের দ্বিতীয় গোলরক্ষক মিলি আক্তার মোবাইলে ময়মনসিংহের নান্দাইলের গ্রামের বাড়িতে বাবা সামছুল হককে কল করে কথা বলেন।
ফোনকলে মিলি বলেন, ‘আব্বা আম্মারে কও আমরা জিইত্যালছি, অহন আমরারে সরকার অনেক পুরস্কার দিবো। অহন আর তোমারার কষ্ট করন লাগত না। আর বাজারে গিয়া তোমার কলাও বেচন লাগত না। খুব তাড়াতাড়ি বাড়িত আইতাছি’।
মিলি আক্তার বৃহস্পতিবার (৩১ অক্টোবর) নেপাল থেকে দেশে ফিরেই বাবাকে ফোন করে খুশির সংবাদ এভাবেই জানান।
প্রসঙ্গত, গত বুধবার (৩০ অক্টোবর) নেপালের রাজধানী কাঠ্মুন্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হন বাংলাদেশে নারীরা।
কাঠমান্ডু থেকে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ঢাকায় ফিরলে বাফুফে ভবনে বাংলাদেশ নারী ফুটবল দলকে ১ কোটি টাকার পুরস্কার দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। এসময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে পুরস্কারের ডামি চেক তুলে দেন।
ত্রিশালের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের বারইগ্রামের হতদরিদ্র (কলা বিক্রেতা) সামছুল হকের মেয়ে মিলি আক্তার।
সুঃ কা/অ/০১১১